অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ (উপদেষ্টা) রাজনীতি করে না। তাই আমরা কেউ নির্বাচনও করবে না।

সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শনে এসে আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, কোনো উপদেষ্টা নির্বাচন করতে চাইলে পরিষদ থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে। ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না।

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক বহাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে সেটি কীভাবে সমাধান হবে।

তবে এখনই এ বিষয়ে হাত দেওয়া হবে না বলে জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

স্থলবন্দর পরিদর্শনের সময় নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন, স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh