ত্রিপুরা পাড়ায় আগুনের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির নিন্দা

বান্দরবানের লামা উপজেলায় নতুন তঙঝিরি পাড়ার খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরা জাতিগোষ্ঠীর ১৭টি ঘরে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে দেওয়া আগুনে ত্রিপুরা জাতিগোষ্ঠীর ১৭টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আগের রাতে এই ধরণের ঘটনা নতুন বাংলাদেশে পুরোনো সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে বিভাজনের রাজনীতি টিকিয়ে রাখার এবং বাংলাদেশকে দেশি-বিদেশি চক্রান্তের লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা মাত্র।

লক্ষণীয় যে, ফ্যাসিবাদি জমানায় এই পাড়াটির বাসিন্দাদেরকে পুলিশের সাবেক আইজিপি খুনি হাসিনার অন্যতম প্রধান সহযোগী বেনজির আহমেদের নির্দেশে উচ্ছেদ করা হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদি ও খুনি হাসিনা এবং দখলদাররা দিল্লীতে পালিয়ে গেলে, এই পাড়ার বাসিন্দারা আবার সেখানে বসবাস করা শুরু করে। কিন্তু ফ্যাসিবাদিদের দোসর ও উচ্ছিষ্টভোগী দুর্বৃত্তরা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনের ঠিক আগের রাতে আগুন ধরিয়ে প্রমাণ করেছে ফ্যাসিবাদি কাঠামোর সম্পূর্ণ বিলোপ ছাড়া এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh