সংস্কার কমিশনের প্রতিবেদন জমার সময় বাড়ল

ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও, কেউই তা দেয়নি। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সব কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।  

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন, যার মধ্যে নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার অন্তর্ভুক্ত ছিল। 

পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে।

অপরদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, গত ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

এদিকে, আগামী ৭ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিবেন বলে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh