বিভিন্ন সময়ে বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ভারতে আটক বাংলাদেশের দুইটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তরিত হবে।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে বা নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে ভারতে আটক বাংলাদেশের দুইটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তরিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে। এরপর আগামী ৬ জানুয়ারি বিকেলে বাংলাদেশি জেলে বা নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ জলসীমায় প্রবেশের কারণে ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট ও পটুয়াখালি জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
অন্যদিকে গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামে দুইটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন আটক করা হয়। এছাড়াও গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। সেখানে থাকা ১২ বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে ভারত আটক করে নিয়ে যায়। ইতোমধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে।
৭৮ জন বাংলাদেশি জেলে বা নৌকর্মী ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে বন্দি আছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাংলাদেশি ভারতীয় জেলে বিজ্ঞপ্তিত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh