৪০ লাখের বেশি টিসিবি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া, যা বাতিল এবং নতুন কার্ড সংযোজন দুই ধরনের কাজই সম্পন্ন করছে।’
আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসন, সুধীজন এবং টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ বশির উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন জেলা পরিদর্শন করছি, যেমন রাজশাহী, দিনাজপুর এবং আরও অন্যান্য জায়গায় যাবো। আমাদের লক্ষ্য টিসিবির কার্যক্রম একমুখী করা এবং স্মার্টকার্ডের মাধ্যমে সেবা প্রদান।’
বিরল স্থলবন্দর চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।’
দিনাজপুরের টেক্সটাইল মিলের বন্ধ থাকা বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কিছু জানি না। যদি জানি, আপনাদের জানাব।’
এ সময় টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ এবং বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন।
এর আগে শেখ বশির উদ্দিন দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী জাহিদুল ইসলাম ও কানাইলাল রায়ের বাড়ি পরিদর্শন করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh