স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্যাডার বৈষম্য নিরসন ও পদোন্নতি বঞ্চনা গোছাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম নামক চিকিৎসকদের একটি স্বতন্ত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির করা নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ড. মির্জা মো. আসাদুজ্জামান রতন (গাইনি) এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ আল আমিন (ইউরোলজি)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ক্যাডার বৈষম্যের কারণে দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর তাই এ বৈষম্য নিরসন ও পদোন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ডা. মো. শামসুল আরেফিন (অ্যানেসথেশিয়া), ডা. মো. বশির উদ্দীন (নিউরো সার্জারি), ডা. মো. নূর মোহাম্মদ শরীফ অভি (সার্জারি), ডা. মো. ইকবাল হোসাইন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মো. কায়সার ইয়ামিদ ইষাদ (শিশু সার্জারি), ডা. মো. খায়রুল ইসলাম (মেডিসিন) এবং ডা. মো. আশরাফুল আলম সুমন (কার্ডিওলজি)।
এছাড়া কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ সাফায়াত কামাল (মেডিসিন)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh