হাসিনার দুর্নীতি খুঁজতে দুদকের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন।

এছাড়া, এস আলম, বসুন্ধরাসহ ১০ শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান তিনি। 

জানা গেছে, গণ-অভ্যুত্থানের মুখে পালানোর পর থেকে প্রতিদিনই শেখ হাসিনার নিত্যনতুন দুর্নীতির ফিরিস্তি দৃশ্যপটে আসছে। 

মেগা প্রকল্পে লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে দুদকের নেতৃত্বে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh