চাকরি ফেরতের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষানবিশ এসআইরা

চাকরি ফেরত পাওয়ার দাবিতে আজ সোমবার (১৩ জানুয়ারি) ফের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। 

আজ সকাল সাড়ে ১০ টা থেকে তারা সচিবালয়ের সামনের সড়কের একপাশে  অবস্থান কর্মসূচি পালন করছেন। 

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা জানিয়েছেন,  গত ৫ ও ৬ জানুয়ারি তারা একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেছিলেন। ওই সময় দাবি মেনে নেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা। দাবি মেনে না নেওয়ায় আজ তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন।

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই মাসুদ রানা বলেন, ‘অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সমস্যার সমাধান করে চাকরি ফিরিয়ে দেওয়া হবে।  সচিবালয়ে আজ জানতে এসেছি আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই সুবীর রায় বলেন, ‘আজ বিকেল পর্যন্ত আমরা সচিবালয়ের সামনে অবস্থান করব। এই সময়ের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, বিকেল ৪ টার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

সম্প্রতি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh