দিনাজপুরের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা রেজিনা ইসলাম (৭০) মারা গেছেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন তার মৃত্যু হয়।
রেজিনা ইসলামের বাড়ি দিনাজপুর পৌর শহরের চারুবাবুর মোড় এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছিলেন।
আজ সকালে তার জামাতা আবদুল মতিন জানান, রেজিনা ইসলাম বেশ কিছুদিন ধরে ঢাকায় বড় মেয়ের বাসায় ছিলেন। বৃহস্পতিবার রাতে মেয়েসহ ঢাকা থেকে বাসযোগে দিনাজপুরের উদ্দেশ্যে আসছিলেন তিনি। গোবিন্দগঞ্জ পার হওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ছয়টায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।
রেজিনা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি দিনাজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দিনাজপুর শহরের শাখারিপট্টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন তিনি। পরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর সংরক্ষিত আসন (৪১) থেকে সংসদ সদস্য মনোনীত হন। তিনি চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায় আজ বিকালে দিনাজপুর শহরের লালবাগ গোরস্তান মাঠে জানাজা শেষে রেজিনা ইসলামকে দাফন করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh