প্রয়োজনে সীমান্তবর্তী এলাকার মানুষকে সামরিক ট্রেনিং দেয়ার অনুরোধ নুরের

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষকে প্রয়োজনে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় সরকারের প্রতি এ অনুরোধ জানান তিনি।

নুর বলেন,সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী মানুষকে প্রয়োজনে সামরিক ট্রেনিং দিন, বিজিবির সঙ্গে তারাও কাজ করবে। তবুও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে। আমাদের কিছু ভূমি দখলের পাঁয়তারা করছে তারা। শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তারা যদি আবার কোনোভাবে ফিরে আসে তাহলে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে নারকীয় তাণ্ডব করেছে, সেটি শুরু হবে। ফের হাসিনাবাদ কায়েম হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh