মসজিদে অনুদান দেওয়ার নামে প্রতারণা

মোবাইল ফোনে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদে অনুদান দেওয়া হবে জানিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে একটি চক্র। এ জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন। 

আজ শনিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ বলেছে, প্রতারকচক্র অনুদান পেতে মোবাইল ফোনে বিকাশ, নগদে অর্থ প্রেরণ অথবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য প্রলুব্ধ করছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের বক্তব্য হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ-মাদরাসায় কোনো অনুদান প্রদান করা হচ্ছে না। অনুদান প্রদানের জন্য কোনো অগ্রিম অর্থ নেওয়া হচ্ছে না। তাই এসংক্রান্তে যেকোনো প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করা এবং বিষয়টি সর্বসাধারণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh