১২ ডেপুটি জেলারকে বদলি

একযোগে দেশের বিভিন্ন কারাগারের ১২ ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর।

আজ বুধবার (২২ জানুয়ারি) অতিরিক্ত কারা মহাপরিদর্শকের পক্ষে কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষর করা অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অতিসত্তর কার্যকর হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌসকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারগারে, আবু ইউসুফকে দিনাজপুর জেলা কারাগারে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারগারের মো. বিলাল উদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, খাগড়াছড়ি কারাগারের মো. তোফায়েল আহম্মেদ খানকে মাদারীপুর জেলা কারাগারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সজীব কুমার সাহাকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ, সিলেট কেন্দ্রীয় কারাগারের মনির হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মোসা. মোতাহারা খাতুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, বগুড়া জেলা কারাগারের জান্নাতুল রাকিবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, দিনাজপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা ডেপুটি জেলার রোখসানা ইয়াসমিনকে বগুড়া জেলা কারাগারে এবং পিরোজপুর জেলা কারাগারের মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ বদলি করা হয়েছে। 

বদলিকৃত কারা কর্মকর্তার তালিকা


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh