নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম
সাইবার বুলিংয়ের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সারজিস আলম শাহবাগ থানায় দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে এ মামলা করেন। একই দিন বিকালে মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এজাহার গ্রহণ করেন এবং প্রতিবেদন দাখিলে ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লগইন করেন। দেখতে পান Department of Bakshal, University of Dhaka ও Criminals DU (https://www.facebook.com/Criminals DDU) নামে দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য তার বিরুদ্ধে সাইবার বুলিংয়ের চক্রান্ত ও মিথ্যা কিছু অভিযোগও তোলা হয়েছে সারজিসের বিরুদ্ধে।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে নিজ সিদ্ধান্তে তার সরে আসার বিষয়টিকে মিথ্যা উল্লেখ ও তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা অসত্য।
মামলায় সারজিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে।
এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh