জুলাই গণবিপ্লবে অনেকেই চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। অনেকেই দুচোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে যান। অনেকে একচোখ হারিয়েছেন। বেশিরভাগেরই চিকিৎসা দেশেই হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন। চোখে আঘাত প্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে। সে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনেককেই দেশের বাহিরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। এ পর্যন্ত ১৩ জনকে দেশের বাহিরে চিকিৎসা পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এরই ধারাবাহিকতায় আাজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিংগাপুরে রওয়ানা হয়েছেন চোখে আঘাত প্রাপ্ত ৭ জন।
তারা হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান, সালমান বিন শোয়াইব।
এর আগে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমলজিতে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহবায়ক ডা. মাহমুদা আলম মিতু।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরোও কয়েকজনকে বিদেশে পাঠাবো। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেয়া হবে।
জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহবায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা আহতদের চিকিৎসা বিষয়ক সেল সবসময় মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করেছি। চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। আহতরা এ দেশের সেরা সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যেকোন কিছু করতে পারি। যারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জুলাই আন্দোলন আহত আঘাতপ্রাপ্ত সিঙ্গাপুর
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh