সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আল আমিন নামে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকালে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।

আল আমিন উপজেলার দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। সে সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিকাল সাড়ে ৩টায় ওই সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আটক কৃষককে ছেড়ে দেয় বিএসএফ।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh