সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছে আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে বিষয়টি আসার পর দেওয়া হবে কিনা না সিদ্ধান্ত নেবো। এরপর ঘোষণা দেবো।
তিনি বলেন, বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।
এ সময় রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল, গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
রেলের কর্মচারীদের দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু পূরণ করা সম্ভব করা হয়েছে। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh