প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সারাদেশের উপজেলা পর্যায়ে তারা এ মানববন্ধন করবেন।

এ বিষয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র আহ্বায়ক ও ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন গণমাধ্যমকে বলেন, গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যে প্রাথমিকের শিক্ষক সমাজ হতাশ। আমরা তার পদত্যাগের দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) মানববন্ধন করব।

তিনি আরও বলেন, বিকেল ৪টায় সারা দেশের সব উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে শিক্ষকদের উদ্দেশে গণশিক্ষা উপদেষ্টা বলেন, অবশ্যই আপনাদের (শিক্ষক) আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যারা মনে করবেন যে, না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আপনি একটা বিষয় ভেবে দেখেন, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন? মানুষ ভাবে, সরকারি প্রাইমারি স্কুল- এখানে তো পড়ালেখা হয় না। সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এ নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলেও কাজ করা দরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh