রিটার্ন জমার সময় বাড়তে পারে আরও ১৫ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও ১৫ দিন বাড়তে পারে। 

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগ।

তবে নির্ধারিত এই সময়ের পরও সারাবছরই জমা দেয়া যাবে রিটার্ন। যার জন্য গুণতে হবে বাড়তি জরিমানা। সংশ্লিষ্টরা জানান, এর আগের অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমা পড়ে ৪০ লাখের বেশি। চলতি অর্থবছরে যার প্রত্যাশা ছিল অন্তত ৫০ লাখ। কিন্তু গত সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত রিটার্ন জমা পড়ে ৩৪ লাখের কাছাকাছি। তাই এনবিআরের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়ও।

প্রত্যাশিত রিটার্ন জমা না হওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দুষছেন সংশ্লিষ্টরা। যেখানে রয়েছে অর্থনৈতিক সংকটও। রয়েছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার জটিলতাও।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh