জনপ্রশাসন সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের মধ্যে একটি হচ্ছে মন্ত্রণালয় কমিয়ে আনা। বর্তমানে মোট ৪৩টি মন্ত্রণালয় রয়েছে। এসব মন্ত্রণালয়ের মধ্যে বিভাগ রয়েছে ৬১টি। এ মন্ত্রণালয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে কমিয়ে সরকারের সকল মন্ত্রণালয়কে মোট ২৫টি মন্ত্রণালয়ে এবং ৪০টি বিভাগে পুনর্বিন্যাস চেয়েছে কমিশন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।
এর বাইরেও এসব মন্ত্রণালয়কে পাঁচটি গুচ্ছে বিভক্ত করারও সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
মন্ত্রণালয় ও বিভাগকে যে পাঁচটি গুচ্ছে বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো (ক) বিধিবদ্ধ প্রশাসন (খ) অর্থ, শিল্প ও বাণিজ্য, (গ) ভৌত অবকাঠামো ও যোগাযোগ (ঘ) কৃষি ও পরিবেশ (ঙ) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন।
একই সঙ্গে সুপারিশ করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধানটি পরিবর্তনের। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার পরামর্শ দিয়েছে কমিশন।
কমিশন বলছে, কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন-ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণকেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে।
দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতিবছর বৃদ্ধি করা যেতে পারে বলে জনপ্রশাসন কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে উপসচিবদের গাড়ি কেনা ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই। এ ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হলো। এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয় কমবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জনপ্রশাসন সংস্কার কমিশন মন্ত্রণালয়
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh