একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল

দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর একুশে পদক প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

একুশে পদকের জন্য মনোনীত ১৪ বিশিষ্ট ব্যক্তি হলেন- মইদুল হাসান (গবেষণা), জহির (ভাষা ও সাহিত্য), হেলাল হাফিজ (ভাষা ও সাহিত্য), মো. ইউসুফ চৌধুরী (সমাজসেবা), মেহেদী হাসান খান (বিজ্ঞান ও প্রযুক্তি), ড. নিয়াজ জামান (শিক্ষা), ড. শহীদুল আলম (সংস্কৃতি), মাহমুদুর রহমান (সাংবাদিকতা), মাহফুজ উল্লাহ (সাংবাদিকতা), রোকেয়া সুলতানা (শিল্পকলা, চিত্রকলা), নাসির আলী মামুন (শিল্পকলা, আলোকচিত্র), ফেরদৌস আরা (শিল্পকলা, সংগীত), ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (শিল্পকলা, সংগীত), আজিজুর রহমান (শিল্পকলা, চলচ্চিত্র)।


এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh