শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা, টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। তার সঙ্গে দেশি-বিদেশি মিডিয়া তার সঙ্গে থাকবেন।

এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে।

সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh