‘ডেভিল’ যতদিন শেষ না হবে ততদিন অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ডেভিল’ যতদিন শেষ না হবে ততদিন অভিযান চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছেন তারা। আর যতক্ষণ না ‘ডেভিল’ শেষ হচ্ছে, ‘অপারেশন ডেভিল হান্ট' ততক্ষণ চলবে।’

গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও তাড়াতাড়ি আনা হবে বলেও জানান তিনি।

আজ রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’

প্রসঙ্গত, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে জোরদার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এই অভিযান চালাবে যৌথ বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh