ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মার পার্টনারশিপ

দেশের ওষুধ শিল্পে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও কার্যকারিতা বাড়াতে কৌশলগত পার্টনারশিপ করেছে শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালি পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ''ওষুধ শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।''

"এর মাধ্যমে পরিচালন প্রক্রিয়া আরও দক্ষ হবে, সংযোগ উন্নত হবে এবং প্রযুক্তিনির্ভর নতুন সুযোগ তৈরি হবে।"

ইয়াসির আজমান বলেন, "এই অংশীদারিত্ব শুধুমাত্র একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং ভবিষ্যতের দিকে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিফলন।"

"আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। উদ্ভাবনের নতুন ধারা শুরু করে টেলিযোগাযোগ ও ওষুধ শিল্পে স্থায়ী অগ্রগতি ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য।"

ডিজিটাল রূপান্তরে প্রযুক্তির সমন্বয়

এই পার্টনারশিপের আওতায় গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস অত্যাধুনিক ডিজিটাল সমাধান ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয় করবে। এতে ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর হবে, সংযোগ উন্নত হবে এবং গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ হবে।

গ্রামীণফোনের ‘আলো’ আইওটি পণ্য ও মোবিলিটি সল্যুশন-সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পখাতের চাহিদা মেটানো হবে। এতে পরিচালন প্রক্রিয়া সহজতর হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়বে এবং নতুন ডিজিটাল সেবা চালুর সুযোগ তৈরি হবে।

ভবিষ্যৎ সম্ভাবনা

এই পার্টনারশিপ শুধুমাত্র ব্যবসায়িক উন্নয়ন নয়, বরং ওষুধ ও প্রযুক্তি খাতের মধ্যে সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দুটি শিল্প খাতেই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও উদ্ভাবন নিশ্চিত করার সম্ভাবনা তৈরি হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh