ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানান।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। সাধারণভাবে প্রতিবছর সর্বোচ্চ ১০ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। এবার আবরার ফাহাদ মরণোত্তর এই পদক পাচ্ছেন বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।
ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি-আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত হন বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ শিক্ষার্থীর ফাঁসির আদেশ দেয় আদালত। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে তিনি সংযমের মাস রমজান উপলক্ষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “রমজান মাসের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইফতার করতে পেরে আনন্দ বোধ করছি। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা।”
উপস্থিত ছিলেন- ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ইলিয়াছ প্রামানিক, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে প্রাণ হারান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh