বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পাল্টে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) রাখা হয়েছে।
সোমবার নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
২০২২ সালের ৩১ জানুয়ারি স্যাটেলাইটটির মালিকানা হস্তান্তর করা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) কাছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিএসসিএল গঠন করা হয় স্যাটেলাইট পরিচালনা করার জন্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস।
২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ প্রজ্ঞাপন জারি করে। সেইও ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পাল্টানো হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh