ছাত্রলীগের নির্যাতনে মৃত্যুবরণ করা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ এ বছর ৮ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আবরার ফাহাদসহ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা হলেন হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান।
স্বাধীনতা পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh