ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট ২৪ মার্চ থেকে

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জন্য ট্রেনের ফিরতি যাত্রার টিকেট আগামী ২৪ মার্চ থেকে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

রবিবারে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

তিনি বলেন,“ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে।”

আগামী ১ এপ্রিলকে ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ঈদ পরবর্তী ঈদযাত্রার আন্তঃনগর ট্রেনের

৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ; 

৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ; 

৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ 

৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

“যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে । ও একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকেট কেটে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোন টিকিট রিফান্ড করা যাবে না।”

রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন,“চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh