টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের প্রধান লক্ষ্য হলো কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে উন্নয়নের ফিরিস্তিকে ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।
এসডিজি বাস্তবায়নের
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে কর্মসূচি বাস্তবায়নেও অনেক ফাঁকফোকর ছিল বর্তমানে
তাদের বাড়তি সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন এ অর্থনীতিবিদ।
বৃহস্পতিবার রাজধানীর
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫-এর পিছিয়ে
পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।
এসডিজি বাস্তবায়নে
নাগরিক প্ল্যাটফর্ম বলেছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের প্রধান
লক্ষ্য হলো কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে মূল ধারায়
নিয়ে আসা ও বাড়তি সুবিধা দেওয়া।
সেমিনারে পৃথক দুই
সেশনে নারী-শিশু নির্যাতন ও শিশুশ্রমের বিষয় ওঠে আসে। তাদের আইনি সুরক্ষা বাড়াতে
জোর দেওয়া হয়।
এসময় নাগরিক প্লাটফর্মের
আহ্বায়ক দেবপ্রিয় বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ
সরকার বিভাজিত ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেছে।
চেপে ধরা হয়েছে বেসরকারি সংগঠনগুলোর টুঁটি। কথা বলতে দেওয়া হয়নি।”
পরিবর্তিত পরিস্থিতিতে
রাজনৈতিক দলগুলোকেও এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান উঠে
আসে সেমিনারে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh