বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই দুটি গ্রুপের মধ্যে হাতাহাতি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে বরিশাল ক্লাবে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ইফতার পরবর্তী তার বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান।
এরপর বরিশাল ক্লাবের হলরুমে দলের দুটি গ্রুপের নেতাকর্মীরা তাদের কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে তাদের হাতাহাতি শুরু হয়।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইক দিয়ে তাদের থামার জন্য বার বার অনুরোধ জানালেও, আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই হাতাহাতি চলতে থাকে।
পরে যখন নাহিদ ইসলাম সভা শেষে বের হয়ে যান, তখন গাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে আবারও উত্তেজনা দেখা দেয়।
সেখানে এক গ্রুপের প্রতিবাদকারীরা গাড়ির পথরোধ করলে, অপর গ্রুপও সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা আরো বাড়িয়ে তোলে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh