ট্রেনে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু, নেই শিডিউল বিপর্যয়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবছরও ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা সোমবার থেকে ট্রেনে যাত্রা শুরু করছেন।

ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেন ছাড়ার মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে ভোগান্তি ছাড়াই বেশ নির্বিঘ্নে রেলযোগে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। এখন পর্যন্ত ৪০টির মধ্যে ৫টি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়েছে।

সঠিক সময়ে প্ল্যাটফর্ম না পাওয়ায় দেরি করে ছেড়ে গেছে বুড়িমারী এক্সপ্রেস ও এগারোসিন্ধুর প্রভাতী। বাকি ট্রেনগুলোগুলো সঠিক সময় প্ল্যাটফর্ম ছাড়ে।

জানা গেছে, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট ১২০টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে পাঁচ জোড়া বিশেষ ট্রেনও চলবে। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে।

এদিকে, শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশকিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহযোগিতা নেওয়ার পাশাপাশি চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে আরএনবি, জিআরপি ও কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। জয়দেবপুরের পাশাপাশি বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং কমলাপুর স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। এছাড়া ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে কোনো সেলুনকারও সংযোজন করা হবে না।

এবারের প্ল্যাটফর্ম এবং সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। যাত্রীরা বলছেন, যথাসময়ে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার ভোগান্তিও কম। যদিও ঈদের বাড়তি ট্রেনের সংখ্যা নিয়েও শঙ্কায় আছেন অনেকেই।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh