ঢাকা-ভৈরববাজার রুটে নতুন কমিউটার ট্রেনের যাত্রা শুরু

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এর মধ্যে দিয়ে ঢাকার সঙ্গে ভৈরববাসীর যোগাযোগ আরও সহজ হলো। এতে করে যাত্রীরা খুবই সহজে ভৈরবে যেতে এবং ভৈরব থেকে ফিরতে পারবেন।

এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটের ট্রেনগুলোতে যুক্ত করা হয়েছে নতুন কোচ।

রেলওয়ের স্বল্প দূরত্বের কমিউটার সার্ভিসে বেশি যাত্রী পরিবহনের জন্য পুরোনো কোচ সংস্কার ও মেরামতের মাধ্যমে মেট্রোরেলের আদলে ২০টি কোচ তৈরি করা হয়েছে। এসব কোচ দিয়ে প্রস্তুত করা হয়েছে দুটি ট্রেন, যা স্ট্যান্ডিং (দাঁড়িয়ে থাকা) যাত্রী পরিবহন করবে।

নরসিংদী কমিউটার- ১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে নরসিংদী কমিউটার-৪ ট্রেনটি কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

নরসিংদী কমিউটার-৪ ট্রেনটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পূবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকে ইস্যু করা হবে।

মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হয়। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh