ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এতে ১১ হাজার ৪২১টি যানবাহন পারাপার হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে সমুদয় টোল আদায় হয়েছে।
বিকাল ৪টার দিকে পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পদ্মা সেতুর সাইড অফিসের এ কর্মকর্তা জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়।
অন্য দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়। আর দুই প্রান্ত মিলিয়ে মোট ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আরও জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখী যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ১ কোটি ১৮ লাখ টাকা টোল পদ্মা সেতু
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh