ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেটসহ কয়েকটি শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুke দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে সর্বোচ্চ গ্রেপ্তার করা হয়েছে খুলনায়। সেখানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সিলেটে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, গাজীপুরে চারজন, নারায়ণগঞ্জে চারজন, কুমিল্লায় তিনজন এবং কক্সবাজার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে গত সোমবার সারাদেশে বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, বগুড়া, গাজীপুর, খুলনা ও কুমিল্লায় বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এবং দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি লুটপাট হয়েছে সিলেটের প্রতিষ্ঠানগুলোতে। সেখানে বাটার বিক্রয়কেন্দ্রের পাশাপাশি পিৎজা হাট, ডোমিনোস পিৎজা, ইউনিমার্টে ভাঙচুর করা হয়।
এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে বলে পুলিশের ফেসবুক পেজ থেকে বলা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh