স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সাক্ষাতের সময় সরকারপ্রধান এ আহ্বান জানান বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ব্যারোনেস উইন্টারটন বলেন, “আমাদের মধ্যে দীর্ঘ ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং আমরা বাংলাদেশে গৃহীত সংস্কারমুখী পদক্ষেপগুলো দেখে সন্তুষ্ট।”

মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা এখন একটি রূপান্তরকালীন সময় অতিক্রম করছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনঃনির্ধারণে মনোযোগী।”

বাংলাদেশের দক্ষ স্বাস্থ্যকর্মী ঘাটতির বিষয়টি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের দেশে বর্তমানে নার্সের ঘাটতি রয়েছে। কিন্তু নার্সিং কেবল একটি জাতীয় বিষয় নয়-এটি একটি বৈশ্বিক চাহিদা। আমরা শুধু দেশের জন্য নয়, বিশ্বের জন্যও আরও বেশি নার্স প্রশিক্ষণ দিতে চাই।”

তিনি যুক্তরাজ্যকে বাংলাদেশের দুর্বল স্বাস্থ্যখাত শক্তিশালী করতে সহায়তার আহ্বান জানান।

“সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এই জায়গাতেই যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে,” বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “আরেকটি সম্ভাবনাময় খাত হলো ওষুধ শিল্প। আমরা চাই আপনারা ভ্যাকসিনের বৈশ্বিক প্রবেশাধিকার নিশ্চিত করতে পেটেন্ট সুরক্ষা তুলে দেওয়ার পক্ষে কথা বলুন, যাতে প্রতিটি দেশ সামাজিক ব্যবসা মডেলের আওতায় সাশ্রয়ী মূল্যে উৎপাদন করতে পারে।”

উভয়পক্ষ কৌশলগত সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র, যেমন শিক্ষা, টেক্সটাইল খাত, প্রতিরক্ষা এবং বিমান চলাচল নিয়েও আলোচনা করে।

মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, টেক্সটাইল খাতের আধুনিকায়ন এবং প্রতিরক্ষা ও বিমান চলাচলের নতুন সহযোগিতার ক্ষেত্রগুলোতে যুক্তরাজ্যের সহায়তা স্বাগত জানাই।”

উভয় নেতা এই খাতগুলোতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন।

ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “যদি রাজনৈতিক দলগুলো স্বল্পমেয়াদি সংস্কার প্রক্রিয়ায় একমত হয়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে দীর্ঘমেয়াদি সংস্কার পন্থা অনুসরণ করা হলে জুন মাসে নির্বাচন আয়োজন সম্ভব।

বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh