নৌকা বাদ দিয়ে পুলিশের নতুন লোগো

বাংলাদেশ পুলিশের পুরোনো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পুলিশের নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এখন এটি প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

নতুন লোগো ব্যবহারের প্রস্তুতি নিতে পুলিশের ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে তা ব্যবহার করতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।

আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের লোগোতে ‘নৌকা’ প্রতীক যুক্ত করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশের লোগো পরিবর্তনের দাবি ওঠে। পরে এ সংক্রান্ত একটি কমিশন গঠন করা হয়।

২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের লোগো পরিবর্তন করা হয়েছিল। এর পাঁচ বছর পর আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে লোগো পরিবর্তন করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh