নববর্ষ ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: র‌্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

রবিবার সকালে রাজধানীর রমনা বটমূলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শহিদুর রহমান বলেন, “নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।”

র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।

বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একটি মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, “চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না, গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। এবং সেই সঙ্গে এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh