সাউথ বাংলা ব্যাংকে ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ

বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাথে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যকার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ডিপিডিসির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের এ আয়োজন করা হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক এবং ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম ফারুক।  

চুক্তির মাধ্যমে ঢাকার বৃহত্তম বিদ্যুৎ বিল বিতরণ কোম্পানি ডিপিডিসির প্রায় ১৩ লাখ গ্রাহক সাউথ বাংলা ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 

অনুষ্ঠানে বক্তরা বলেন, জনগণকে সেবা দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে। ডিপিডিসি ও ব্যাংকের মূল কাজও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করা। উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, নতুন পদ্ধতিতে সেবার মান উন্নত করা। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসাবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড এবং ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রপ্তানির সকল সুবিধা। অর্থ স্থানান্তর, যেকোনো কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিকাশে সহজে টাকা পাঠাতে আমরা মোবাইল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’ চালু করেছি। যা লেনদেন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে। 

তিনি বলেন, আমরা মুনাফার পেছনে না ছুটে কোয়ালিলিটিভ অ্যাসেট গড়ে তোলার চেষ্টা করছি। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেবা জনগণের দোর-গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ব্যাংক কাজ করছে। আমরা শুধু চুক্তি করে বসে থাকবো না, কিভাবে তা যথাযথ বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও সচেষ্ট থাকবো।  

এসময়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এসবিএসি ব্যাংকের ‘বাংলাপে’র মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ সুযোগ গ্রাহকদের দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা, ডিপিডিসির নির্বাহী পরিচালক (এইচআর) জয়ন্ত কুমার শিকদার, নির্বাহী পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (অপারেশন্স) এটিএম হারুন অর রশিদ, নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এএসএম শহিদুল ইসলাম, সাউথ বাংলা ব্যাংকের হেড অব বিওডি আবু বায়জিদ শেখ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম, শিবুমার্কেট শাখার ব্যবস্থাপক কে এম শামসুল বারী প্রমুখ।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //