শেয়ার বাজারে আসতে আবেদন করেছে ৯ বিমা কোম্পানি

শেয়ার বাজারে আসতে ৯টি বিমা কোম্পানি আবেদন করেছে বলে জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে আইডিআরএর কার্যালয়ে ‘বিমা মেলা-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমা কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসার নির্দেশনা দিয়েছি। এরপর ৯টি বিমা কোম্পানি শেয়ার বাজারে আসতে চেয়ে আবেদন করেছে।’

মানুষের আস্থা ফেরাতে কোম্পানিগুলোকে বিমা দাবি নিষ্পত্তিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে আইডিআরএ-এর চেয়ারম্যান বলেন, ‘২০১৮ সালে জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানিগুলো মোট ৬ হাজার ৬১১ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে। ওই সময় নতুন করে ১ কোটি লোক বিমার আওতায় এসেছে। ফলে বর্তমানে প্রায় ২ কোটি লোক বিমার আওতায় রয়েছে।’

আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে বিমার সচেতনতা বাড়াতে এবার মেলার আয়োজন করা হচ্ছে খুলনায়। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনব্যাপী মেলা খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।’ তিনি আরও বলেন, ‘২৫ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এবার মেলায় ৭৮টি বিমা কোম্পানি অংশগ্রহণ করবে। এছাড়া মেলায় বিমা খাত উন্নয়নে বিভিন্ন সভা সেমিনারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।’

আইডিআরএর চেয়ারম্যান জানান, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী গ্রাহক সেবায় বিমা পক্ষ পালন করা হবে। এছাড়া, মুজিববর্ষকে বিমাবর্ষ হিসেবে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিআরএ-এর সদস্য গোকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন, মোশারফ হোসেন ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //