ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং ওমর ফারুক খান।

সম্মেলনে আরো বক্তব্য দেন- ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান,  সিদ্দিকুর রহমান ও মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ। জোনের শাখা প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।

মাহবুব উল আলম বলেন, বৈশ্বিক মহামারির ব্যাপ্তি দিন দিন বেড়ে চলেছে। কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জাতীয় নীতিমালার আলোকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা প্রদান, অর্থের প্রবাহ ও ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

ব্যাংকিং সেক্টরকে সঠিক পথে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মানুষের সেবায় আত্মনিয়োগ করে যারা বিভিন্ন সেবা এবং পরিসেবায় নিয়োজিত থেকে স্বাস্থ ঝুঁকিতে পড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকিং সেক্টরে যে কল্যাণমূলক ও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে তা এই বিশেষ সময়ে আরো বেশি দৃশ্যমান হয়েছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ পেশাদারিত্বের ফলশ্রুতিতে অতীতের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে।

তিনি বলেন, গত মে মাসে ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরিত হয়েছে, যা দেশের প্রায় এক তৃতীয়াংশ।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের সুযোগ্য বোর্ড অব ডাইরেক্টরস যথাযথ নির্দেশনা ব্যাংকটির অগ্রযাত্রায় অনন্য ভূমিকা পালন করছে।

ইসলামী ব্যাংক ও ব্যাংকিং খাতের আক্রান্ত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যসহ দেশের সকল আক্রান্ত মানুষের সুস্থতা কামনা করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //