‘বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে’

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম বলেছেন, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। করোনার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা ভাটা পড়লেও চিকিৎসা খাতে করোনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা কাজে লাগাতে পারলে আশানুরূপ ফল পাওয়া যাবে। দেশের চিকিৎসক, গবেষকদের প্রয়োজনীয় গবেষণাখাতে উদ্বুদ্ধ করে তাদের গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া জরুরি।

এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘এসডিজি-৩ গুড হেলথ এন্ড ওয়েল বিইং’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনারে মূল প্রবন্ধ তিনি এ কথা বলেন।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী অধ্যাপক ড. শারিন শাহজাহান নওমীর সঞ্চালনায় ১ ফেব্রুয়ারি এসডিজি ইয়ুথ ফোরাম ফেইজবুক পেইজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।

প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বিএসএমএমইউ’র ডা: রেহেনা আক্তার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গবেষক ড. রবিউল হাসান ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, গবেষক ড. আদনান মান্নান, ডা. সুফিয়ান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মিঁঞা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, লায়ন এম এ হোসেন বাদল, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য আশিক সায়েম, দফতর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সদস্য মনির খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //