বেসিক ব্যাংকে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু

করোনাকালীন সময়ে গ্রাহকদের জন্য ঘরে বসে নিরাপদ ব্যাংকিং সেবা দিতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক চালু করছে নতুন নতুন সেবাপন্য। এরমধ্যে সর্বশেষ সংযোজন হলো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা। এই সেবার আওতায় বেসিক ব্যাংকের গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহন করতে পারছেন।

সোমবার (১২ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভা শেষে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর . আবুল হাসেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান নতুন এই সেবার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য  মো. সাহেব আলী মৃধা, মো. রাজীব পারভেজ, মো. রফিকুল ইসলাম, . নাহিদ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, ব্যাংকের গ্রাহকরা মোবাইলে +৮৮০১৭১৩২৫৭৪১৪ নম্বরটি যুক্ত করে হোয়াটসঅ্যাপে বার্তা প্রেরণ করে পৃথিবীর যেকোন স্থান থেকে চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এখন এর মাধ্যমে হিসাবের স্থিতি সর্বশেষ ০৫ (পাঁচ) টি লেনদেনের তথ্য জানা যাবে এবং ভবিষ্যতে আরো নিত্যনতুন সেবা যোগ হতে থাকবে। সেবাটি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের অর্থ তথ্য সম্পূর্ণরুপে নিরাপদ থাকবে।     

  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //