সোয়াককে আর্থিক সহায়তা প্রদান করেছে এমটিবি

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের (এসডিজিস) সাথে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে (সোয়াক) আর্থিক সহায়তা প্রদান করেছে এমটিবি। 

এই সহায়তা সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর অটিস্টিক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষায় ও প্রশিক্ষণে কাজে লাগবে যেন তারা পরবর্তীতে তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে এবং আমাদের মূলধারার সমাজে তাদের অর্থবহ অবদান রেখে এগিয়ে যেতে পারে।

এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর চেয়ারম্যান, সুবর্না চাকমার হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক। 

এছাড়াও উপস্থিত ছিলেন- সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) সাবিনা ইয়াসমিন, সৈয়দা শামীমা আক্তার, এমটিবির গৌতম প্রসাদ দাস, তারেক রিয়াজ খান, রেইস উদ্দীন আহ্মাদ, মো. আমিনুল হক, তাহমিনা জামান খান, আজম খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //