অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা ব্যাংকের হিসাব

এখন থেকে ব্যাংকের শাখায় না এসে, অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের হিসাব। 

শনিবার (২৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ই-কেওয়াইসি স্যলিউশন ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’র উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ‘'অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা’ শীর্ষক কর্মশালা এবং ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বিএফআইইউর উপ-মহাব্যবস্থাপক কামাল হোসেন ও মো. মাসুদ রানা এবং যুগ্মপরিচালক মো. রোকন-উজ-জামান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। বক্তব্য রাখেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ। 

দিনব্যাপী কর্মশালায় এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও বামেলকো এবং নির্বাহীরা অনলাইন কনফারেন্সে যুক্ত ছিলেন। 

নতুন এই সেবার মাধ্যমে বাংলাদেশের যেকোনো নাগরিক সাউথ বাংলা ব্যাংকের ওয়েব সাইট অথবা গুগল প্লে-স্টোর থেকে ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র ও ছবি শনাক্তকরণের মাধ্যমে দ্রুত ও সহজে ব্যাংক হিসাব খুলতে পারবেন।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //