ডিজিব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো যাবে নগদে

স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল গ্রাহক এখন তাদের স্ট্যান্ডার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ “ডিজিব্যাংকিং” ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “নগদ”-এর যেকোনো ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। 

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই “ফান্ড ট্রান্সফার” সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিআইটিও সুফী তোফায়েল আহমেদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং “নগদ”-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //