ঢাবি শিক্ষার্থীদের বাস উপহার দিল সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপ

মুজিববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দিয়েছে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপ। সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে দুটি বাসের চাবি হস্তান্তর করেন। 

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে দেওয়া বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন প্রমুখ।

এ সময় সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। আমার জানামতে ১৩ জন রাষ্ট্রপতি ও সাতজন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নকাজে আমরা পূর্বেও যেমন পাশে ছিলাম এখনো সেভাবে আছি।’ 

পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ অসচ্ছল ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে বাস উপহার দিয়েছি, এটা মোটেও বড় কিছু না। এই শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে। এটা সে অর্থে কোনো খরচ না, বরং দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার বক্তব্যে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //