সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। তবে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।
আজ রবিবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। অবশ্য অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা বন্ধ হয়ে গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যে সব শাখা বা উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব বন্ধ রেখে গ্রাহকদেরকে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।
এতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদেরকে সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
বিষয় : বাংলাদেশ ব্যাংক বন্যা সিলেট
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh