হরতালের প্রভাব নেই ব্যাংকে

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের তেমন কোনো প্রভাব নেই রাজধানীর ব্যাংক গুলোতে। 

যথাসময়ে ব্যাংক বীমা প্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম শুরু করেছে। কর্মকর্তা-কমর্চারীদের উপস্থিতিও অন্যদিনের মতো স্বাভাবিক দেখা গেছে।

সরেজমিনে ব্যাংক পাড়া মতিঝিল রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংক ও অফিসগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ প্রসঙ্গে মতিঝিল শাখার সোনালী ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকে হরতালের প্রভাব পড়েনি। সকাল ৯টা থেকেই ব্যাংক লেনদেন শুরু হয়েছে। কর্মকর্তারাও যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন। গ্রাহকরাও অন্যান্য দিনের মতোই লেনদেন করছেন।

অন্যান্য ব্যাংকের কর্মকর্তারাও বলছেন, হরতাল শুরু হলেও অফিসে আসতে তাদের কোনো সমস্যা হয়নি। অফিসে লেনদেন অন্যান্য দিনের মতোই চলছে।

প্রসঙ্গত, জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় শুরু হয়। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //