২৫ কেজি স্বর্ণ নিলামে বেচবে বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে স্বর্ণ বিক্রির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা বিভিন্ন সময় অবৈধভাবে আসা বা চোরাচালানের সময় জব্দ করা। এতে এক লটে ২৫ হাজার ৩১২ গ্রাম (২৫ দশমিক ৩১ কেজি) বা ২ হাজার ১৭০ ভরি স্বর্ণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এক নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আগ্রহী সনদপ্রাপ্ত স্বর্ণ ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই হাজার টাকা জমা (অফেরতযোগ্য) দিয়ে দরপত্র শিডিউল ক্রয় করতে পারবেন।

পরে যাচাই-বাছাই করে নিলামে অংশ নেওয়ার জন্য যোগ্যদের তালিকা করা হবে। নিলাম নিয়ে মতিঝিল কার্যালয় চলতি মাসের শুরুতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল।

জানা যায়, বিমানবন্দর এবং অবৈধ বা চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে স্বর্ণ জব্দ করে থাকে গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তর। এসব স্বর্ণ  বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। মামলা নিষ্পত্তির পর রায় সরকারের অনুকূলে গেলে পরে সেসব স্বর্ণ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী খাতে প্রায় ২ হাজার ৯০০ কেজি  স্বর্ণ রয়েছে। আর স্থায়ী খাতে রয়েছে ১৫৯ কেজি স্বর্ণ। স্থায়ী খাতের এ  স্বর্ণ থেকে ২৫ কেজি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে,  স্বর্ণের বাজার ও জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা ফেরাতে একটি বাণিজ্যিক ব্যাংকসহ ১৯টি প্রতিষ্ঠানকে আমদানির লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //