নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পিএম
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও আন্তর্জাতিক এয়ার কুরিয়ার সার্ভিস ফেডেক্সের (বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানী লিমিটেড) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং ফেডেক্সের পরিচালক ও সিওও মো. জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৈদেশিক ডকুমেন্টস এবং পার্সেল এখন থেকে দ্রুততম সময়ে ও কম খরচে ফেডেক্সের মাধ্যমে আদান-প্রদান করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান আবুল বাশার মো. জাফরী, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, ফেডেক্সের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. আরিফুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) মো. আশিকুর রহমান চৌধুরী এবং ম্যানেজার (সেলস) বিশ্বজিৎ সাহাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাহ্জালাল ইসলামী ব্যাংক ফেডেক্স
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh