গ্লোবাল ইসলামী ব্যাংকের বিশেষ মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব ‌‌‘এহসান’ উদ্বোধন

আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির সফল বাস্তবায়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক বিশেষ মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব ‘এহসান’ র  প্রবর্তন করেছে। 

রাজধানীর একটি কনভেনশন হলে এক অনুষ্ঠানে এই ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মো. আবুল বশর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, ব্যাংকের ইনভেস্টমেন্ট ও সিএমএসএমই ডিভিশনের বিভাগীয় প্রধান এস এম মিজানুর রহমান, বিভিন্ন শাখা হতে আগত ‘এহসান’ হিসাবধারীগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //